নায়াট্টু (২০২১): রাজনৈতিক এবং সামাজিক চালচিত্রের এক সর্বভারতীয় রূপ
দুর্ঘটনায় এক রাজনৈতিক কর্মী মারা যাওয়ার পর তিন পুলিশকে সিস্টেম আর রাজনৈতিক ক্ষমতা থেকে জীবন বাঁচাতে ছুটতে হয়। ‘নায়াট্টু’তে আছে রাজনৈতিক আর সামাজিক চালচিত্রের বাস্তবিক রূপ। নিয়তির পরিহাস।