Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

নায়াট্টু (২০২১): রাজনৈতিক এবং সামাজিক চালচিত্রের এক সর্বভারতীয় রূপ

দুর্ঘটনায় এক রাজনৈতিক কর্মী মারা যাওয়ার পর তিন পুলিশকে সিস্টেম আর রাজনৈতিক ক্ষমতা থেকে জীবন বাঁচাতে ছুটতে হয়। ‘নায়াট্টু’তে আছে রাজনৈতিক আর সামাজিক চালচিত্রের বাস্তবিক রূপ। নিয়তির পরিহাস।

article

তালাশ: মুক্তিযুদ্ধের গহীনে এক ভিন্ন গল্পের সন্ধানে

যুদ্ধের আগে, যুদ্ধ চলাকালীন ক্যাম্প জীবন এবং পরবর্তী সময়ে ‘বীরাঙ্গনা’ উপাধি পেয়েও একজন নারী এই সমাজে কীভাবে টিকেছিলেন। বীরাঙ্গনা বলে আশ্রয় দেয় না; বীরাঙ্গনা বলে বাড়ি ভাড়া দেয় না; বীরাঙ্গনা বলে চাকরি মেলে না; বীরাঙ্গনা বলে দু’বেলা দু’মুঠো ভাত জুটে না; আর সেই বীরাঙ্গনা বলেই বাঁচার অধিকার নেই এই তথাকথিত সভ্য সমাজে। 

article

ফিল্থ (২০১৩): এক খ্যাপাটে ডিটেকটিভ সার্জেন্টের গল্প

দৃশ্যায়নের দিক থেকে অনেকটা খেয়ালী হলেও, ‘ফিল্থ’ অনেক মানুষের দুর্বিষহ জীবন এবং সংগ্রামের সত্যিকারের চিত্র তুলে ধরে। এই সংগ্রাম মানসিক সমস্যা এবং বিভিন্ন আসক্তির সাথে লড়ে টিকে থাকার সংগ্রাম। হয়তো বেয়ার্ড এসব সমস্যা এবং তার মূল চরিত্রকে বিদ্রূপাত্মক বা অনান্তরিকভাবে দেখিয়েছেন, কিন্তু সিনেমাশেষে রবার্টসনের সমস্যার তীব্রতা বেশ ভালোভাবে অনুভব করতে পারবেন দর্শক৷

article

বাকুরাউ (২০১৯): নৃশংসতার মোড়কে জড়ানো রাজনৈতিক বয়ান

‘বাকুরাউ’ মুভিতে যে শোষণের চিত্র দেখানো হয়েছে, তা সার্বজনীন। এর প্রমাণ আপনি পাবেন বিশ্বব্যাপী আমেরিকার খবরদারিতে, কাশ্মীরের বাসিন্দাদের সাথে ভারতের আচরণে, পাকিস্তান কর্তৃক বালুচিস্তানীদের বা চীন কর্তৃক উইঘুরদের শোষণে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই প্রমাণ পাবেন আদিবাসীদের সাথে তথাকথিত সচেতন লোকজন এবং বিদ্যমান ব্যবস্থার আচরণে।

article

দ্য রেড টার্টল (২০১৬): অদ্ভুত কচ্ছপের পিঠে সিনেমার দ্বীপ

প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করলে প্রকৃতির কোলে বসবাসকারী মানুষ এবং অন্যান্য প্রাণীর কি অবস্থা হতে পারে, কেমন করে সাজানো সংসার তছনছ হয়ে যেতে পারে তার উদাহরণও এসেছে এই সিনেমায়। আর এটি এমন একটা সময়ে মুক্তি পায় যখন বৈশ্বিক উষ্ণতা এবং তার ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। এভাবে বাস্তবিক বিষয়বস্তুর আলোচনার মাধ্যমে দেদক প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য যেমন রেখেছেন ভাবার অবকাশ, তেমনি কমবয়সী দর্শকদের এখন থেকেই সচেতন হওয়ার বার্তা দিয়েছেন৷ এসব কারণেই এই সিনেমা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে দু’হাত ভরে।  

article

ম্যান বাইটস ডগ (১৯৯২): ভায়োলেন্স আর বিদ্রূপে পরিপূর্ণ এক বিমূর্ত শিল্প

একজন সিরিয়াল কিলারকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে নামে নবিশ ফিল্মমেকারের দল। কিলারের সব খুনের ডকুমেন্টেশন করতে করতে একসময় নিজেরাও খুন, ধর্ষণে অংশগ্রহণ করতে শুরু করে। এবং সিরিয়াল কিলারের অন্ধকার দুনিয়া শ্যুট করতে গিয়ে তাতে হাঁটতে শুরু করে তারাও। সে অন্ধকারকে সাথে নিয়ে এগোয় বিদ্রূপ আর ভায়োলেন্সে ভরা এই মকুমেন্টারি সিনেমা।

article

বাযমান্দেহ (১৯৯৬): ইরানী সিনেমায় ফিলিস্তিনের শোকগাথা

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যে কয়েকটি সিনেমা ফিলিস্তিনিদের দুর্ভোগের চিত্র যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে, তার মধ্যে বাযমান্দেহ (দ্য সারভাইভার) নামক ইরানী সিনেমাটি অন্যতম। 

article

ওং কার-ওয়াই: অন্য বিশ্বের অনন্য পরিচালক

তার সমসাময়িক হংকংয়ের অন্যান্য পরিচালক থেকে তাকে যে বিষয়টি আলাদা করেছে, তা হচ্ছে তিনি একজন বহিরাগত মানুষের দৃষ্টিতে তার চলচ্চিত্রগুলোয় হংকংকে দেখার চেষ্টা করেছেন। তাছাড়া, তিনি নিজেকে একজন পরিচালক হিসেবে দেখতে নারাজ। নিজেকে তিনি বরং ক্যামেরার পেছনে থাকা একজন অডিয়েন্স মেম্বার হিসেবে দেখতেই স্বাছন্দ্যবোধ করেন।

article

মেঘদূত: প্রাচীন সাহিত্যের অনিন্দ্যসুন্দর বর্ষাকাব্য

বিরহ, অপেক্ষা আর প্রেয়সীর কাছে সন্দেশ পাঠানোর আকাঙ্ক্ষাকে উপজীব্য করে রচিত হয়েছে অনবদ্য এই কাব্য। পূর্বমেঘ পড়তে পড়তে সন্ধ্যা নামতে পারে বিন্ধ্য, কৈলাস কিংবা দেবগিরি পাহাড়চূড়ায়। আবার কখনও হারিয়ে যাবার সাধ জাগে মেঘের যাত্রাপথের কেতকী বনে। পথিমধ্যে দেখা মিলবে মেঘের ছাঁট পেয়ে আনন্দিত চাতকের দলের সাথে। আর বইয়ের পরতে পরতে মুগ্ধতা ছড়াবে বর্ষার স্নিগ্ধ সতেজ কদমগুচ্ছ।

article

সাংহাই: সিনেমায় উপমহাদেশীয় রাজনৈতির রূপ

বাস্তবে সমাজ হিসেবে আমরা কেমন, সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দিবাকর। আর জানেনই তো, “রিয়ালিটি বাইটস”! মুক্তির নয় বছর পেরিয়ে গেলেও ‘সাংহাই’ এখনও সমানভাবে প্রাসঙ্গিক। কেননা, সবকিছু বদলালেও উপমহাদেশীয় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে বোধকরি এখনও আরো অনেক সময় লাগবে, পেরোতে হবে অনেকটা পথ।

article

ডার্ক উইজার্ডদের সন্ধানে || হারপো দ্য ফাউল

হ্যারি পটারের জাদু জগতে হারপো দ্য ফাউল এক অবিস্মরণীয় নাম হলেও, তার সম্পর্কে খুব কমই জানা যায়। উইজার্ডিং ওয়ার্ল্ডের পাঁড় ভক্ত ছাড়া হারপো দ্য ফাউলকে চিনে বা তাঁর নাম শুনেছে, এমন মানুষের সংখ্যা অতি নগণ্য।

article

End of Articles

No More Articles to Load