দ্য মলটিস ফ্যালকন (১৯৪১): ফিল্ম নোয়ার জনরার বেঞ্চমার্ক স্থাপনকারী সিনেমা
কেবল যে ভিজ্যুয়াল স্টাইলের ক্ষেত্রে নতুনত্ব এনেছিল, তা নয়; বরং এই সিনেমা এক নতুন ধরনের প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে দর্শকের পরিচয় করিয়েছে। সিনেমার মুক্তির আগে দর্শক সাধারণত যে ধরনের গোয়েন্দাদের সাথে পরিচিত ছিল, তারা অনেকটা ক্যারিকেচার প্রকৃতির ছিল।