প্রাতিষ্ঠানিক শিক্ষার বহু আগে থেকেই একটি শিশু গণিতের সাথে খেলা শুরু করে। রাতের আকাশের হাজার হাজার তারকার মাঝে একটি চাঁদের উজ্জ্বল মায়ায় সে গণিতকে খুঁজে পায়। খেলার মাঠে সেই গণিত হাজির হয় জয় পরাজয় নির্ধারণে। বাসাবাড়ি, মুদি দোকান, গবেষণাগার কিংবা বিশাল শিল্প প্রতিষ্ঠান- কোথায় নেই গণিত? গণিত মানেই ১০টি অঙ্কের তেলেসমাতি। আর আমাদের সার্বজনীন কাজে, গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার প্রক্রিয়া চিহ্ন হচ্ছে- যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। কিন্তু কোথায় এর উৎপত্তি?