২০১৫ সালে আরব শিল্পী হুমুদ আল খুদর এর ‘kun anta‘ গানটি মুক্তি পাবার পর ‘la la‘ সুরের ঝংকারে কেঁপেছে পুরো আরব বিশ্ব। সেই সাথে সঙ্গীতশিল্পী হিসেবে হুমুদ আল খুদরের জনপ্রিয়তায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। পৃথিবী নতুনভাবে আবিষ্কার করেছে তার সঙ্গীত প্রতিভাকে, নতুনভাবে পরিচিত হয়েছে এই আরব যুবকের বিস্ময়কর সুন্দর কন্ঠস্বর আর অসাধারণ গায়কীর।
হুমুদের আকর্ষণীয় গলায় গাওয়া উচ্ছ্বসিত সুরের গানগুলো শোনার সময় আনন্দের নির্ঝরিণী বইতে থাকে। ‘kun anta‘ গানটিও এমনি অসাধারণ এক সৃষ্টি। ‘kun anta‘ গানটি মূলত ‘Awakening Records’ এর ব্যানারে প্রকাশিত হওয়া হুমুদের দ্বিতীয় অ্যালবাম ‘Aseer Ahsan‘ এর অন্তর্ভুক্ত। গানটির মতোই আরবিতে গাওয়া অ্যালবামটিও আরববাসীর মনে উষ্ণ ভালবাসার সাথে স্থান পেয়েছে। এই অ্যালবাম প্রকাশের আগে ২০১৩ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘Fekra‘।
কে এই হুমুদ আল খুদুর? তিনি কিভাবে হয়ে উঠলেন আরব বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পী? হুমুদ আল খদুর আর তার সঙ্গীতশিল্পী হয়ে ওঠার গল্প নিয়েই আজকের লেখাটি। হুমুদ ওসমান আল খুদর জন্মগ্রহণ করেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ১৯৮৯ সালে।
জন্মসূত্রে কুয়েতি হলেও তার শৈশবের প্রথম বেশ কয়েকটি বছর কেটেছে ইংল্যান্ডে। তার বয়স যখন এক বছর তার বাবা সাইকোলজিতে পিএইচডি করতে পরিবারসহ পাড়ী জমান ইংল্যান্ডে। পাঁচ বছর পর আবার তারা কুয়েতে ফিরে আসেন। হুমুদ বাকী জীবন কুয়েতে পুরোপুরি আরব সংস্কৃতিতে লালিতপালিত হয়েছেন। তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ আব মিউজিক (Berklee College of Music) থেকে সঙ্গীতের পাঠ নিয়েছেন।
হুমুদের মিউজিক ক্যারিয়ারের শুরু হয়েছিল ১০ বছর বয়সে তার চাচার ব্যাকিং ভোকালিস্ট হিসেবে। ছোটবেলায় তিনি শিল্পী চাচার পাশাপাশি অন্যান্য শিল্পীদের সাথেও ব্যাকিং ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন। শিশুশিল্পী হিসেবে তিনি বিখ্যাত নাশীদ শিল্পী মিশারি আল আরাদার ‘Ummi Filisteen‘ নাশীদটিতে কন্ঠ দিয়েছেন। এরপর তিনি বেশকিছু একক গান গেয়েছেন যেগুলো মধ্যপ্রাচ্যে ব্যবসাসফল হয়েছে। ২০০৪ সালে তিনি সামি ইউসুফের একটি কনসার্টে যোগ দিয়ে তার গান শুনে ভীষণ মুগ্ধ হন এবং সঙ্গীতকে পেশা হিসেবে নিতে অনুপ্রাণিত হন।
২০১৩ সালে প্রকাশিত হয় তার অভিষেক অ্যালবাম ফেকরা ‘Fekra‘। অ্যালবামটির টাইটেল সং ‘Fekra‘ গানটি জাইন নেটওয়ার্ক (Zain Network) এর একটি বিজ্ঞাপনে ব্যবহৃত হয়। ‘Khawater‘ নামের একটি টেলিভিশন প্রোগ্রামে গানটি তিনি লাইভ গেয়েছিলেন। এই অ্যালবামের কিপ মি ট্রু (keep me true) গানের মিউজিক ভিডিও প্রকাশিত হওয়ার এটি দারুণ জনপ্রিয় হয়।
এরপর হুমুদ কুয়েত, জর্ডান, ইয়েমেনে অনেকগুলো কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। ইস্তাম্বুল, লন্ডন, শিকাগো, ভ্যাঙ্কুভারের মতো শহরেরও তিনি কনসার্টে গান গেয়েছেন। কুয়েত ও আরবের অনেক দেশে তার গান অনেক বিজ্ঞাপনের শোভা বাড়িয়েছে। ২০১৩ সালে সিরিয়ার গৃহযুদ্ধের শিকার মানুষদের জন্য গেয়েছেন চ্যারিটি সিংগেল ‘Zammilouni‘। এরপর ১ জানুয়ারি ২০১৫ সালে Awakening Records এর সাথে চুক্তিবদ্ধ হন এবং সহকর্মী হিসেবে পান মাহের জেইন, মেসুত কার্তিস, হামজা নামিরার মতো শিল্পীদের। সেবছরই প্রকাশিত হয় তার দ্বিতীয় ও তুমুল জনপ্রিয় অ্যালবাম ‘Aseer Ahsan‘।
মুক্তির সাথে সাথে এটি আইটিউন এ টপ সেলিং অ্যালবাম হিসেবে স্বীকৃতি পায়। এই অ্যালবামেই রয়েছে তার আরব মাতানো জনপ্রিয়তম গান ‘kun anta‘। গানটির কিছু অংশ লেখার শুরুতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ‘kun anta‘ গানটির ইউটিউব ভিউ ৯৬ মিলিয়ন! গানটি ২০১৫ সালেআইটিউন মালয়েশিয়ায় top selling release হিসেবে স্থান পায়।
হুমুদের গানের অন্যতম বৈশিষ্ট্য হলো ইতিবাচক বার্তা, আশার ও অনুপ্রেরণার বাণী। অনেকেই জনপ্রিয় কোনো তারকার স্টাইল নকল করতে গিয়ে নিজের স্বকীয়তাকে হারিয়ে ফেলেন। তারা বোঝেন না তিনি নিজে যেমন তিনি সেভাবেই সুন্দর। এই বার্তাটিই ‘kun anta‘ গানে বলেছেন হুমুদ।
আপনার অবস্থা যদি এমন হয় যে, আপনি সাফল্যের স্বর্ণডানায় পাখা মেলে উড়তে চান কিন্তু দিশেহারা হয়ে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, হতাশার অন্ধকারে ডুবতে ডুবতে তলিয়ে যাচ্ছেন। তাহলে শুনুন ‘Tasna ‘oAl mujtaheel‘। আর আপনি যদি সুখী হতে চান, চান পথের সকল কাঁটা মাড়িয়ে সফলতার বিজয়মুকুট পরতে তাহলে শুনুন ‘Ha anatha‘। মায়ের ভালবাসা নিয়ে আছে হুমুদের চমৎকার গান ‘Lughat Al’Alam‘। ২০১৮ সালের শুরুর দিকে প্রকাশিত হয়েছে তার একক সঙ্গীত ‘Be Curious‘। ব্যক্তিগতভাবে হুমুদ ফ্যাশন সচেতন একজন তারকা।
তার স্ত্রী মাফাজ তারিক আল সুয়াইদান একজন সাংবাদিক ও সমাজকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে দারুণ সুদর্শন আর হাসিখুশি এই শিল্পীর সরব উপস্থিতি। জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী মাহের জেইনের সাথে আছে তার বিশেষ সখ্যতা।
প্রায়ই একসাথে ঘুরতে বের হতে দেখা যায় তাদেরকে। আরব এই শিল্পী ২০১৭ সালে একবার বাংলাদেশেও এসেছিলেন। এখন থাকছে কুয়েতের Al Ostoura ম্যাগাজিনের সাথে হুমুদের একটি সাক্ষাৎকারের কিছু অংশ।
প্রশ্ন: আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যা আপনাকে এই পর্যায়ে আসতে অনুপ্রাণিত করেছে?
উত্তর: ২০০৪ সালে আমি সামি ইউসুফের একটি কনসার্টে গিয়েছিলাম। অসাধারণ ছিল কনসার্টটি। সেখানে আমার Awakening records এর সাথে পরিচয় হয়। তখন সামি ইউসুফ এই রেকর্ড কোম্পানির সাথে কাজ করতেন। তখন আমি বুঝতে পারি গান নেহায়েত শখ হিসেবে না নিয়ে পেশা হিসেবে নেয়া কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর শুকরিয়া যে আমি এখন পুরোদস্তর শিল্পী এবং Awakening records এর সাথে কাজ করছি।
প্রশ্ন: আপনার পড়াশোনা সম্পর্কে কিছু বলুন।
উত্তর: আমি কুয়েত বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম সম্পর্কে পড়াশোনা করেছি।
প্রশ্ন: আপনার শিল্প সম্পর্কে জানতে চাই।
উত্তর: আমার গানের সুর এবং কম্পোজিশন আর সব গানের মতোই। কিন্তু বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমি সামাজিক বা মানবিক মূল্যবোধ সম্পর্কিত বিষয়গুলো এবং ইতিবাচক বার্তাকে প্রাধান্য দিই। এই ধরনের গানের প্রচলিত কোনো নাম নেই, এটা বেশ নতুন একটা ধারা। ব্যক্তিগতভাবে আমি এটাকে ‘পজিটিভ’ সঙ্গীত বলে থাকি।
প্রশ্ন: আপনার কাজের লক্ষ্য কী?
উত্তর: শিল্পী হিসেবে আমার লক্ষ্য শ্রোতাদের আনন্দ দেয়া। আমি সেটাই করার চেষ্টা করি। এছাড়া আমি তাদেরকে মূল্যবান কিছু বার্তা পৌঁছে দিতে চাই। এই ধাঁচের কাজ মানুষ খুব চায় কারণ এরকম কিছু খুব অল্পই হতে দেখা যায়। কনসার্ট বা সামাজিক মাধ্যমগুলোতে সেটা আমরা বুঝতে পারি।
প্রশ্ন: কিভাবে একজন মানুষ তার পেশায় সফল হতে পারে?
উত্তর: আমি এই ব্যাপারে খুব অভিজ্ঞ নই। তবে আমি মনে করি সঠিক পরিকল্পনা, দৃঢ় সংকল্প, কঠিন পরিশ্রম এবং ক্রমাগত উন্নতির চেষ্টার মাধ্যমেই সফলতা আসে। মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম দ্রুত ফলাফল পেতে চায়। কিন্তু সাফল্য ধরা দিতে দিনের পর দিন, বছরের পর বছর লাগতে পারে। আমাদের কাজ হচ্ছে লেগে থাকা এবং ভুলগুলো থেকে শেখা।
প্রশ্ন: আপনার স্ত্রী কি আপনার অনুপ্রেরণার উৎস?
উত্তর: নিশ্চয়ই। তিনি আমাকে সহযোগিতা করেন। কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার মতামত জানতে চাই, এমনকি গান নির্বাচনের ক্ষেত্রেও।
প্রশ্ন: আপনার অ্যালবাম ‘Aseer Ahsan’ সম্পর্কে বলুন।
উত্তর: দীর্ঘ প্রস্তুতির পর অ্যালবামটি প্রকাশ করতে পরে আমি আনন্দিত। সবচেয়ে বেশি খুশি হয়েছি আসলে অ্যালবামটির পজিটিভ ফিডব্যাক দেখে। অ্যালবামের ১০টি গানেই আশা ও আনন্দের বার্তা রয়েছে। প্রায় সবগুলো গানের কথাই আরব আমিরাতের শিল্পী সাইফ ফাদেলের। উনিই অ্যালবামের সব কাজ দেখাশোনা করেছেন। মিউজিকের ক্ষেত্রে আরো অনেকের কাছ থেকে সহযোগিতা নিতে হয়েছে।
প্রশ্ন: আপনার এমন কোনো স্বপ্ন আছে যা আপনি অর্জন করতে চান?
উত্তর: আমার অ্যালবাম ‘Aseer Ahsan‘ এর অর্থ হচ্ছে ‘be better‘ অর্থাৎ ভালো হওয়া। আমি এই কথাটিকেই বাস্তবে রুপ দিতে চাই। এটা শুধু আমার অ্যালবামের নামই নয়, এটি আমার লক্ষ্যও বটে। আমি স্বাস্থ্যগত, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিকসহ জীবনের সকল ক্ষেত্রে ভালো থাকতে চাই। অবশ্যই আরো ভাল শিল্পী হতে চাই।
প্রশ্ন: আপনি কি ফ্যাশন সচেতন?
উত্তর: ভালো বেশভূষা আমি পছন্দ করি। এটাকে হয়তো ফ্যাশন বলা যায়, আবার নাও বলা যেতে পারে। আমি মনে করি আমি ফ্যাশন জিনিসটা ঠিক বুঝি না। কারণ ফ্যাশন খুব দ্রুত পরিবর্তিত হয় এবং পরিবর্তিত ফ্যাশনের সাথে অভ্যস্ত হতে সময় লাগে।
ফিচার ইমেজ- ProfilBos.com