জলবায়ু পরিবর্তনের ফলে বেরিং প্রণালী কি সুয়েজ খালের বিকল্প হয়ে উঠবে?
আর্কটিক মহাসাগরের মধ্য দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য প্যাসেজগুলোর মধ্যে উত্তর সাগর রুট, যেটি কারা সাগর থেকে রাশিয়ান সীমান্তের সবচেয়ে কাছের রুট। এটি সাইবেরিয়া জুড়ে অবস্থিত বেরিং প্রণালী নামে পরিচিত, যা কনটেইনার জাহাজের জন্য প্রথম সম্ভাব্য বিকল্প হতে পারে। পুরো রুটটি রাশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (EEZ) মধ্যে অবস্থিত।