Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ পাসপোর্ট

মানবসভ্যতার সূচনালগ্ন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্নভাবে মানুষ চেষ্টা করে গেছে অপর কোনো মানুষের সাথে যোগাযোগ করার। কখনো প্রয়োজনে, কখনো বা অপ্রয়োজনে- পদার্পণ করেছে অনাবিষ্কৃত কোনো ভূখন্ডে; চেষ্টা করেছে দিগন্তকে ছাড়িয়ে যাবার।

সময়ের স্রোতে বিশ্ব মানচিত্রের বুকে জেগে উঠেছে বড় বড় সীমারেখা। আর সেসব সীমারেখার বাহুডোরে বন্দী হয়েছে একেকটি ভূখন্ড। 

বর্তমানে সারাবিশ্বে রয়েছে ১৯৫টি স্বীকৃত রাষ্ট্র। দেশ থেকে দেশান্তরে ঘুরতে থাকা মানুষের মাঝে প্রয়োজন হয় সুনির্দিষ্ট পরিচয়পত্র। কোনো ব্যক্তিকে শনাক্ত করার পাশাপাশি তার সম্পর্কে গুরুত্বপূর্ণ নানা তথ্য পেতে প্রধান ভূমিকা পালন করে সেই পরিচয়পত্র। আর বিশ্বের দুয়ারে সমাদৃত ও সবচেয়ে গ্রহণযোগ্য পরিচয়পত্রটির নামই পাসপোর্ট!

https://images.khaleejtimes.com/storyimage/KT/20170411/ARTICLE/170419850/AR/0/AR-170419850.jpg&MaxW=780&imageVersion=16by9&NCS_modified=&exif=.jpg
বাংলাদেশী পাসপোর্ট; Image Source: KhaleejTimes

বহুকাল ধরে আমেরিকা, ব্রিটেনসহ ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্টগুলো আলাদা মর্যাদা পেয়ে এসেছে। যার পেছনের মূল কারণটি হলো, শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের কারণে এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে সহজেই বহু দেশে প্রবেশাধিকার বা অবস্থান করার অনুমতি পাওয়া যেত। 

সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত বাৎসরিক সমীক্ষাগুলোতে উঠে এসেছে বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী ও মর্যাাদাপূর্ণ পাসপোর্টগুলোর তালিকা। 

যে তালিকায় ১৮৩টি দেশের প্রবেশাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে ৮ম অবস্থানে! আরও অবাক করা বিষয় হলো, গত বছর ৬ষ্ঠ অবস্থানে থাকা দেশটি এ বছরের প্রকাশিত তালিকায় নেমে এসেছে দুই ঘর নিচে! তাহলে শীর্ষে আছে কোন দেশটি? চলুন দেখে নেয়া যাক।

১০. স্লোভাকিয়া, লিথুনিয়া, হাঙ্গেরি

সর্বমোট ১৮১টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে দশম অবস্থানে আছে তিনটি ইউরোপীয় দেশ।

হাঙ্গেরি

https://think.ing.com/images/made/200218-image-hungary_1000_596_80.jpg
হাঙ্গেরি; Image Source: ING Think

রাজধানী: বুদাপেস্ট
আয়তন: ৯৩,০৩০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৯৭,৭২,৭৫৬ জন
পূর্ব অবস্থান: ১১ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৭৮টি

লিথুয়ানিয়া

https://miro.medium.com/max/5000/1*6HSbnpsm8kRaAIWk5pQjCg.jpeg
লিথুয়ানিয়া; Image Source: Medium

রাজধানী: ভিলনিয়াস
আয়তন: ৬৫,৩০০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ২৭,৯৪,৩২৯ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৯ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮০টি

স্লোভাকিয়া

https://cdn.pixabay.com/photo/2016/12/13/23/56/bratislava-1905408__340.jpg
স্লোভাকিয়া; Image Source: Pixabay

রাজধানী: ব্রাতিস্লাভা
আয়তন: ৪৯,০৩৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৫৪,৫০,৪২১ জন
পূর্ব অবস্থান: ১০ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৭৯টি

৯. নিউজিল্যান্ড, মাল্টা, চেক রিপাবলিক, কানাডা, অস্ট্রেলিয়া 

সর্বমোট ১৮৩টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে নবম অবস্থানে আছে এই পাঁচটি দেশ।

অস্ট্রেলিয়া

https://images.unsplash.com/photo-1524293581917-878a6d017c71?ixlib=rb-1.2.1&ixid=eyJhcHBfaWQiOjEyMDd9&w=1000&q=80
অস্ট্রেলিয়া; Image Source: Unsplash

রাজধানী: ক্যানবেরা
আয়তন: ৭৬,৯২,০২৪ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ২,৫৬,৩৯,৬০০ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৯ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮০টি

কানাডা

https://www.nacel.fr/medias/_cache/produits/223/imagePrincipale/1024_768/immersion-visites-ontario-toronto.jpg
কানাডা; Image Source: Nacel

রাজধানী: ওটাওয়া
আয়তন: ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৩,৭৭,৯৭,৪৯৬ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৬ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৩টি

চেক রিপাবলিক

https://cdn.thecrazytourist.com/wp-content/uploads/2018/06/ccimage-shutterstock_428804917.jpg
চেক রিপাবলিক; Image Source: TheCrazyTourist

রাজধানী: প্রাগ
আয়তন: ৭৮,৮৬৬ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১,০৬,৪৯,৮০০ জন
পূর্ব অবস্থান: ৮ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮১টি

মাল্টা

https://specials-images.forbesimg.com/imageserve/890315000/960x0.jpg?fit=scale
মাল্টা; Image Source: Forbes

রাজধানী: ভ্যালেটা
আয়তন: ৩১৬ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৪,৯৩,৫৫৯ জন
পূর্ব অবস্থান: ৭ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮২টি

নিউজিল্যান্ড

https://cdn.britannica.com/86/19386-050-DCCAC304/Sheep-grazing-South-Island-New-Zealand.jpg
নিউজিল্যান্ড; Image Source: Britannica

রাজধানী: ওয়েলিংটন
আয়তন: ২,৬৮,০২১ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৪৯,৬৮,৬৮০ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৯ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮০টি

৮. মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, নরওয়ে, গ্রিস, বেলজিয়াম

সর্বমোট ১৮৪টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে অষ্টম অবস্থানে আছে এই পাঁচটি দেশ।

বেলজিয়াম

https://www.thoughtco.com/thmb/neLV8LaQQl7ER3qSkUIXaGm0m9M=/768x0/filters:no_upscale():max_bytes(150000):strip_icc()/Belgium-fee4201e59e64aa099a4bf3f9326f8cd.jpg
বেলজিয়াম; Image Source: MARJ3

রাজধানী: ব্রাসেলস
আয়তন: ৩০,৬৮৯ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১,১৫,১৫,৭৯৩ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৬ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৩টি

গ্রিস

https://cdn.kimkim.com/files/a/content_articles/featured_photos/0e3794a0b646d638627afb626bf9ee46f472feb1/big-0bb2a2bea537c680f141d40cb484d888.jpg
গ্রিস; Image Source: kimkim

রাজধানী: এথেন্স
আয়তন: ১,৩১,৯৫৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১,০৭,৬৮,৪৭৭ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৬ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৩টি

নরওয়ে

https://cdn.cienradios.com/wp-content/uploads/sites/3/2019/09/Noruega.jpg
নরওয়ে; Image Source: Cienradios

রাজধানী: অসলো
আয়তন: ৩,৮৫,২০৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৫৩,৬৭,৫৮০ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৬ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৩টি

যুক্তরাজ্য (গ্রেট ব্রিটেন)

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/Palace_of_Westminster_from_the_dome_on_Methodist_Central_Hall.jpg/1000px-Palace_of_Westminster_from_the_dome_on_Methodist_Central_Hall.jpg
যুক্তরাজ্য; Image Source: Wikipedia

রাজধানী: লন্ডন
আয়তন: ২,৪২,৪৯৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৬,৭৫,৪৫,৭৫৭ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৬ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৩টি

মার্কিন যুক্তরাষ্ট্র

https://www.history.com/.image/ar_16:9%2Cc_fill%2Ccs_srgb%2Cfl_progressive%2Cg_faces:center%2Cq_auto:good%2Cw_768/MTY1MTc1MTk3ODIzOTM2MDcz/topic-statue-of-liberty-gettyimages-960610006-feature.jpg
মার্কিন যুক্তরাষ্ট্র; Image Source: History

রাজধানী: ওয়াশিংটন ডি.সি.
আয়তন: ৩৭,৯৬,৭৪২ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৩২,৮২,৩৯,৫২৩ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৬ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৩টি

৭. সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া

সর্বমোট ১৮৫টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে সপ্তম অবস্থানে আছে এই পাঁচটি দেশ।

অস্ট্রিয়া

https://travelpassionate.com/wp-content/uploads/2019/04/Hallstatt-village-in-Austria-Image-min.jpg
অস্ট্রিয়া; Image Source: TravelPassionate

রাজধানী: ভিয়েনা
আয়তন: ৮৩,৮৭৯ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৮৯,০২,৬০০ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৫ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৪টি

আয়ারল্যান্ড

https://www.fodors.com/wp-content/uploads/2019/12/00_BestHistoricalSitesInIreland__HERO_The-Rock-of-Cashel.jpg
আয়ারল্যান্ড; Image Source: FodorsTravelGuide

রাজধানী: ডাবলিন
আয়তন: ৮৪,৪২১ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৬৫,৭২,৭২৮ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৬ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৩টি

নেদারল্যান্ড

https://www.expatica.com/app/uploads/sites/3/2014/05/shutterstock_1153213027-1200x675.jpg
নেদারল্যান্ড; Image Source: Expatica

রাজধানী: অ্যামস্টারডাম
আয়তন: ৪১,৮৬৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১,৭৪,২৪,৯৭৮ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৫ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৪টি

পর্তুগাল

https://img.emg-services.net/HtmlPages/HtmlPage2129/portugal-header.jpg
পর্তুগাল; Image Source: Educations

রাজধানী: লিসবন
আয়তন: ৯২,২১২ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১,০২,৭৬,৬১৭ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৫ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৪টি

সুইজারল্যান্ড

https://img.emg-services.net/HtmlPages/HtmlPage4239/switzerland-header-2.jpg
সুইজার‍ল্যান্ড; Image Source: Educations

রাজধানী: বার্ন
আয়তন: ৪১,২৮৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৮৫,৭০,১৪৬ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৫ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৪টি

৬. সুইডেন, ফ্রান্স

সর্বমোট ১৮৬টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে দুটি ইউরোপিয়ান দেশ।

ফ্রান্স

https://cdn.publish0x.com/prod/fs/images/4590d7915de7cf7e9347f89b035fae586a01c9690df48f15598640a8be991074.jpeg
ফ্রান্স; Image Source: PublishOx

রাজধানী: প্যারিস
আয়তন: ৬,৪০,৬৭৯ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৬,৭০,২২,০০০ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৪ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৫টি

সুইডেন

https://www.visa.co.uk/dam/VCOM/regional/ve/unitedkingdom/blog/sweden-in-2018-one-step-closer-to-cashless-850x400.jpg
সুইডেন ; Image Source: Visa

রাজধানী: স্টকহোম
আয়তন: ৪,৫০,২৯৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১,০৩,০২,৯৮৪ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৪ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৫টি

৫. স্পেন, লুক্সেমবার্গ, ডেনমার্ক

সর্বমোট ১৮৭টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে পঞ্চম অবস্থানে আছে তিনটি ইউরোপিয়ান দেশ।

ডেনমার্ক

https://www.worldatlas.com/r/w1200-h701-c1200x701/upload/58/65/0c/shutterstock-592608563.jpg
ডেনমার্ক; Image Source: World Atlas

রাজধানী: কোপেনহেগেন
আয়তন: ৪২,৯৩৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৫৮,২২,৭৬৩ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৩ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৬টি

লুক্সেমবার্গ

https://i.insider.com/560062ce9dd7cc1f008bbf6b?width=1100&format=jpeg&auto=webp
লুক্সেমবার্গ; Image Source: Business Insider

রাজধানী: লুক্সেমবার্গ সিটি
আয়তন: ২,৫৮৬ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৬,১৩,৮৯৪ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৩ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৬টি

স্পেন

https://52perfectdays.com/wp-content/uploads/2019/08/Llafranc-spain.jpg
স্পেন; Image Source: 52Days

রাজধানী: মাদ্রিদ
আয়তন: ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৪,৬৭,৩৩,০৩৮ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৪ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৫টি

৪. ইতালি, ফিনল্যান্ড

সর্বমোট ১৮৮টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছে এই দুই দেশ।

ফিনল্যান্ড

https://d34ip4tojxno3w.cloudfront.net/app/uploads/Header_lapland_konsta_aurora_hannes.jpg
ফিনল্যান্ড; Image Source: VisitFinland

রাজধানী: হেলসিংকি
আয়তন: ৩,৩৮,৪২৪ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৫৫,২১,১৫৮ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ২ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৭টি

ইতালি

https://www.southeusummit.com/wp-content/uploads/2019/11/Rome.jpg
ইতালি; Image Source: SouthEUSummit

রাজধানী: রোম
আয়তন: ৩,০১,৩৪০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৬,০৩,১৭,৫৪৬ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ৩ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৬টি

৩. দক্ষিণ কোরিয়া, জার্মানি

সর্বমোট ১৮৯টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে দুটি দেশ।

জার্মানি

https://www.history.com/.image/t_share/MTU4MDk5NjM2NDg4MjUwNTcy/germany.jpg
জার্মানি; Image Source: History

রাজধানী: বার্লিন
আয়তন: ৩,৫৭,৩৮৬ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৮,৩১,৪৯,৩০০ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ২ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৭টি

দক্ষিণ কোরিয়া

https://dynaimage.cdn.cnn.com/cnn/q_auto,w_1024,c_fill,g_auto,h_576,ar_16:9/http%3A%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F170706113328-south-korea.jpg
দক্ষিণ কোরিয়া; Image Source: CNN

রাজধানী: সিউল
আয়তন: ১,০০,৩৬৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৫,১৭,০৯,০৯৮ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ২ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৭টি

২. সিঙ্গাপুর

সর্বমোট ১৯০টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ান দেশটি।

https://thumbor.forbes.com/thumbor/960x0/https%3A%2F%2Fblogs-images.forbes.com%2Falexcapri%2Ffiles%2F2018%2F09%2FSingapore-1200x800.jpg
সিঙ্গাপুর; Image Source: Forbes

রাজধানী: সিঙ্গাপুর
আয়তন: ৭২৫.৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ৫,৬৩৮,৭০০ জন
পূর্ব অবস্থানে: যৌথভাবে ১ 
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৯টি

১. জাপান

সর্বমোট ১৯১টি দেশে প্রবেশাধিকার নিয়ে প্রথম অবস্থানে আছে এশিয়ান পরাশক্তি জাপান।

https://www.state.gov/wp-content/uploads/2019/04/Japan-2107x1406.jpg
জাপান; Image Source: USDepartmentOfState

রাজধানী: টোকিও
আয়তন: ৩,৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার
জনসংখ্যা: ১২,৬১,৫০,০০০ জন
পূর্ব অবস্থান: যৌথভাবে ১
পূর্ব অবস্থানে প্রবেশাধিকার প্রাপ্ত দেশসংখ্যা: ১৮৯টি

গত বছর ১৮৯টি দেশে প্রবেশাধিকার পেয়ে সিঙ্গাপুরের সাথে যৌথভাবে প্রথম স্থানে ছিল জাপান। কিন্তু, ২০২০ সালে এসে জাপানের পাসপোর্টধারীদের সামনে রয়েছে সর্বমোট ১৯১টি দেশ ভ্রমণের সুযোগ। টানা তৃতীয়বারের মতো তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি।

এছাড়াও, এ বছর প্রকাশিত তালিকায় বেশ কিছু পাসপোর্টের অবস্থানগত উন্নতি হবার পাশাপাশি অবনতি হয়েছে ভারতের মতো বিভিন্ন দেশের।

কিন্তু হেনলি অ্যান্ড পার্টনার্স এর চেয়ারম্যান ডক্টর ক্রিস্টিয়ান এইচ কেইলিন এর মতে,

সাম্প্রতিক সময়ে, এ তালিকায় এশিয়ান রাষ্ট্রগুলোর আধিপত্যই প্রমাণ করে যে বিভিন্ন রাষ্ট্রের সাথে ওপেন-ডোর পলিসি ও পারস্পরিক লাভজনক বিভিন্ন ব্যবসায়িক চুক্তির সুফল কতটা সুদূরপ্রসারী। বিগত কয়েক বছরেও আমরা দেখেছি, বিশ্বজুড়ে প্রসারিত জীবনধারায় গতিশীলতাকে গৃহীত করার লক্ষ্যে বিভিন্ন দেশ কতটা এগিয়ে গেছে। আর এই বাস্তবতাকে সাদরে গ্রহণ করতে পারা দেশগুলোর নাগরিকেরাই বর্তমানে শক্তিশালী পাসপোর্ট সেবা ও আনুষঙ্গিক বিভিন্ন সুবিধাগুলো পাচ্ছেন।

ব্যবসায়ের অনুকূল পরিবেশ থাকা দেশগুলোর কূটনৈতিক কর্মকাণ্ডের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ব্যাপারে কেইলিন আরও বলেন,

অস্ট্রিয়া, মাল্টা, সুইজারল্যান্ডের মতো ইউরোপিয়ান দেশগুলোর অবস্থান থেকে পরিষ্কার বোঝা যায় যে, ব্যবসায়ের অনুকূল পরিবেশ গড়ে তোলার শক্তিশালী ভূমিকা রয়েছে পাসপোর্টের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার সাথে। পাশাপাশি, নাগরিক জীবনে ব্যক্তি স্বাধীনতার সাথে অতিগুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভ্রমণ স্বাধীনতার।

https://i.insider.com/5a45428eb0bcd5ab188b7235?width=1136&format=jpeg
আফগানিস্তান; Image Source: BusinessInsider

আর এমন বেশ কিছু দিক থেকে দুর্বলতার কারণেই তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। একটি আফগান পাসপোর্ট দিয়ে ভ্রমণ করার সুযোগ রয়েছে মাত্র ২৬টি দেশে।

 

বিঃদ্রঃ জনসংখ্যার খতিয়ান ২০২০ এর সম্ভাব্য জনসংখ্যার সমীক্ষা থেকে গ্রহণ করা হয়েছে।

Related Articles