সাধারণত একটি দেশের অভ্যন্তরীণ অভিবাসনের মূল কারণগুলো হয়ে থাকে, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, ভৌগলিক ইত্যাদি। বাংলাদেশের অভ্যন্তরীণ অভিবাসনের ক্ষেত্রে যেসব বিষয়গুলো নিয়ামক হিসেবে ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো, বৈবাহিক অবস্থা, শিক্ষা, কর্মসংস্থান করা, চাকরি সংক্রান্ত, বদলি সংক্রান্ত, নদীভাঙ্গন, কৃষি, পারিবারিক, ব্যবসা, অবসর, এবং অন্যান্য।