রোম সাম্রাজ্যের উত্থান (পর্ব-২৯): সিম্ব্রিয়ান যুদ্ধ এবং দক্ষিণ গল অঞ্চলে রোমের শক্তিবৃদ্ধি
১১৩ খ্রিস্টপূর্বাব্দে ইটালির সীমানায় এসে উপস্থিত হয় দুর্দমনীয় গল জাতির একাংশ। রোমান অঞ্চলে বসতি স্থাপনে লক্ষে রোমের সাথে তাদের অনেক দেনদরবার হলেও সিনেট কখনোই তাদের দাবি সে অনুমতি দেয়নি। ফলে, রোমের সাথে থেমে থেমে প্রায় দশ বছর ধরে তাদের সংঘর্ষ চলে। বারে বারে রোমান সেনাবাহিনীকে পরাজিত করলেও শেষ পর্যন্ত রোমের অধ্যবসায় আর অফুরন্ত সম্পদের সামনে তাদের হার মানতে হয়।