কারিম খাকিমভ: সোভিয়েত ‘লরেন্স অভ অ্যারাবিয়া’র গল্প
যদি স্তালিন সৌদি আরবকে এতটা উপেক্ষা না করতেন এবং বিশেষত যদি খাকিমভকে মৃত্যুদণ্ড না দিতেন, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের তেল এবং রাজনীতির ওপর একচেটিয়া প্রভাব বিস্তারের সুযোগ পেত না। সেক্ষেত্রে স্নায়ুযুদ্ধের ইতিহাস অনেকটাই ভিন্ন হতে পারত।