রোম সাম্রাজ্যের উত্থান (পর্ব-২৭): নুম্যান্টাইন যুদ্ধ
লুসিটানিয়ান ও কেল্টিবেরিয়ানদের সাথে রোমের যখন সংঘাত চলছিল তখন নুম্যানশিয়া শহর থেকে রোমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠে। এই শহরের প্রাচীরের সামনে বার বার রোমান কম্যান্ডাররা পরাজিত হন। দীর্ঘ সময় ধরে নুম্যান্টাইনরা নিজেদের স্বাধীনতা ধরে রাখতে সমর্থ হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে পরাস্ত হতে হয় এবং তাদের নগর ধুলোয় মিশিয়ে দেয়া হয়।