ক্যাসিও কোম্পানির F-91W ঘড়িটিও একটি কোয়ার্টজ ঘরানার ঘড়ি। এই ঘড়িটি চালানোও সোজা, ঘড়ির দুইপাশে থাকা তিনটি বোতামের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায় যাবতীয় কাজ। একটি বোতাম দিয়ে আলো জ্বালানো যায়, স্মার্টওয়াচের যুগে এসে ঘড়ির গুণটি নিয়ে আলোচনা করতেও অস্বস্তি বোধ হয় কিন্তু এমন একটি সময় ছিলো দামি রেডিয়াম ডায়ালের ঘড়ি যাদের ছিলো না তাদের এই ক্যাসিও ঘড়ির হালকা হলুদাভ সবুজ লাইটটিই ছিলো ভরসা। সন্ধ্যা কিংবা রাতে ঘড়িতে সময় দেখতে একটি বোতাম চাপাই ছিলো যথেষ্ট।