বাবাক খোরামদিন: আরবদের বিরুদ্ধে যুদ্ধে পারস্যের জাতীয় বীর
একদিন বিকেলে বাবাক গাছতলায় ঘুমিয়ে ছিলেন। এমন সময় তার মা এসে দেখেন তার ছেলের শরীর থেকে কেবল রক্ত ঝরছে। সন্তানের শরীরে হাত দিতেই তার ঘুম ভেঙে যায় এবং সঙ্গে-সঙ্গে শরীরের সকল ক্ষত এবং রক্তক্ষরণ বেমালুম উধাও হয়ে যায়। এই ঘটনা থেকে মা ভবিষ্যতবাণী করেন, ‘তুই একদিন অনেক বড় হবি, তোর কাঁধে অনেক দায়িত্ব ভর করবে।’