আশুরবানিপালের লাইব্রেরি: অ্যাসিরীয় সম্রাটের তৈরি প্রাচীনতম এক গ্রন্থাগার
অ্যাসিরীয়দের স্বর্ণযুগের শুরু রাজা দ্বিতীয় আদিদ নিরারির হাত ধরে আনুমানিক ৯১২ খ্রিষ্টপূর্বাব্দে, যাকে নিও অ্যাসিরীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট মনে করা হয়। তবে অ্যাসিরীয় সাম্রাজ্য তার উৎকর্ষের শিখরে পৌঁছে রাজা আশুরবানিপালের সময়।