মাউই: পলিনেশিয়ান এক কিংবদন্তির উপাখ্যান
মাউই তার মানাইয়াকালানি নামক অস্ত্রটাকে সুতার এক মাথায় বেঁধে বানালো বড়শির হুক। তারপরে সেখানে একটা পাখি বেঁধে টোপ ফেললো সমুদ্রে। খানিক বাদেই সাগরে আলোড়ন তুলে ভীষণ নড়াচড়া শুরু করলো মাওই ছিপ। এতই জোরে ছিপে টান পড়ছিলো যে শক্তিশালী মাউই একা তা ধরে রাখতে পারছিলো না। ছিপের নিয়ন্ত্রন করতে না পেরে সে তার ভাইদের বললো ছিপ টেনে তুলতে তাকে সহযোগিতা করতে। ওদিকে সাগরের পানির আলোড়ন দেখে তার ভাইরেরাও হতচকিত হয়ে গেছে। সবাই মিলে ছিপ ধরে ব্যাপক টানাহেঁচড়া শুরু করলো। খানিক বাদেই তারা দেখলো আসলে ছিপ দিয়ে কোনো মাছ ধরেনি। বরং ছিপের হুকে করে বিশাল একটা দ্বীপ চলে এসেছে।