এল ডোরাডোর খোঁজে বাড়ি থেকে পালিয়ে
বামুনের এহেন হাল করে বোধহয় সে নিজেই বুঝল মহা ভুল করেছে। এদিকে খবর পেল বাবা তার জন্য বেত নিয়ে অপেক্ষায়। বেতের বাড়ি থেকে বাঁচতে, বিদ্যে-বুদ্ধির খোঁজে কাঞ্চন পালাল বাড়ি থেকে। বাড়ি থেকে পালিয়ে সে পালাল কলকাতায়। পকেটে নেয় কোন পয়সা। সে কিভাবে পৌঁছাবে কলকাতায়?