স্মার্টফোন যাত্রার শুরুর দিকে ব্যবহারকারীরা যখন ভিজুয়াল মিডিয়ার প্রতি আসক্ত হচ্ছিল, তখনই ইনস্টাগ্রাম তাদের আকর্ষণীয় ফিল্টার ফটো এডিটিং ফিচার টোপ হিসেবে ব্যবহার করেছিল। পৃথিবীর নানা প্রান্তের জনপ্রিয় সকল সেলিব্রেটিরা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলায়, তা দ্রুত অ্যাপটির জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশেষ সহায়তা করেছিল। ভিজুয়াল ভিত্তিক সোশ্যাল মিডিয়া হওয়ায় ই-কমার্সের সাথে ইন্সটাগ্রামের ইন্টিগ্রেশন খুবই ইউজার ফ্রেন্ডলি। যার ফলে ব্র্যান্ডগুলো খুব দ্রুতই ইনস্টাগ্রামের সাথে মানিয়ে নিয়েছে, এবং ইউজারদের কাছে ইনস্টাগ্রামের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে।