বিজ্ঞান জানা থাকলে পৃথিবীর যেকোনো প্রান্তেই বেঁচে থাকা সম্ভব, তা আবারও প্রমাণ করে দিল এই বই। সামুদ্রিক গুল্ম পুড়িয়ে সোডা সমৃদ্ধ ক্ষার ও গ্লিসারিন, পাইরাইটস পুড়িয়ে সালফিউরিক এসিড, তা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নাইট্রোগ্লিসারিন নামক বিস্ফোরক তৈরি, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে নির্জন জনমানবহীন দ্বীপে সবকিছুর আয়োজন করা ছিল ক্যাপ্টেনের কাছে ছেলেখেলা মাত্র।