অ্যাডমিরাল ইসোরোকু ইয়ামামোটো: পার্ল হারবার আক্রমণের মূল পরিকল্পনাকারী || শেষ পর্ব
১৯৪২ সালের ৪ জুন মিডওয়ের যুদ্ধ (ব্যাটল অব মিডওয়ে) শুরু হয়। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ নৌবাহিনীর যুদ্ধগুলোর একটি। জাপানিদের চারটা এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে যায়, যা তাদের ওপর মারাত্বক আঘাত হয়ে আসে। জাপান তাদের মোমেন্টাম হারিয়ে ফেলে। তাদের আক্রমণাত্বক মনোভাবটা চলে যায় আমেরিকার দিকে। মিডওয়ের যুদ্ধে পরাজয় সাম্রাজ্যবাদী জাপানের সম্প্রসারণ থামিয়ে দেয়।