দৃশ্যম ২: ভারতীয় সিনেমায় এল এক যোগ্য সিক্যুয়াল
৬ বছর আগের কেইসের ফাইল ফের খোলা হলো। আইজির ছেলের লাশ কি এবার সত্যিই মিলবে? জর্জকুট্টি এবার কীভাবে ঘোল খাওয়াবে পুলিশকে? আর কতটুকু প্রখরতার পরিচয় তার বুদ্ধিমত্তা দেবে? তবে সবটাই কি তার জানা ছিল? এ কি শুধুই অপেক্ষা?