বিউটি এন্ড দ্য ডগস: সবুজাভ টিল্টে এক রাত্তিরের আদ্যোপান্ত!
অস্কার নমিনেটেড ডিরেক্টর কাউথার বেন হানিয়ার সাড়া জাগানো এই রিয়েলটাইম চলচ্চিত্রের কাহিনি নির্মাতা নিয়েছেন ২০১২ সালে তিউনিসিয়ায় ঘটে যাওয়া বর্বরোচিত এক সত্য ঘটনা থেকে। দমনমূলক রাষ্ট্র-নিরাপত্তা যন্ত্রের পুলিশ বাহিনীর অরাজকতার বিরুদ্ধে তিউনিসরা কত অসহায় আর নিশ্চুপ তার প্রমাণ মেলে।