Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

নিজ দেহ থেকে আলো তৈরি করতে পারে যেসব প্রাণী

মানুষকে আলো উৎপন্ন করার জন্য আগুন কিংবা বিজ্ঞানের দেওয়া বৈদ্যুতিক বাতির উপর নির্ভর করতে হয়। কিন্তু বায়োলুমিনিসেন্ট প্রাণীরা নিজ দেহে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই আলো তৈরি করতে পারে।

article

ড্রাগ ডিলারের বেজমেন্ট থেকে জন্ম নিলো অমর যে বন্ধুত্ব

আমেরিকার আটলান্টায় এক বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় স্থানীয় পুলিশ বাহিনী। পুরো বাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি বেজমেন্ট থেকে উদ্ধার করা হলো তিন বিশেষ অতিথিকে।

article

কাক কি আপনার চাইতে বেশি বুদ্ধিমান?

অনেকদিন ধরে পর্যবেক্ষণের পর জানা গিয়েছে যে, কাকের বুদ্ধি অতটাও কম নয়। কাক যে ধূর্ত, তা তো আমরা জানি। তবে এর পাশাপাশিও মানুষকে চেনা, নতুন নতুন কৌশল শেখার মতো কিছু ইতিবাচক দিক আছে কাকের। আর এ ব্যাপারগুলোই ভাবতে বাধ্য করেছে গবেষকদের।

article

বাল্টিমোর ন্যাশনাল অ্যাকুরিয়াম: দুষ্প্রাপ্য জলজ প্রাণিকুলের দৈত্যাকার সম্ভার

বাল্টিমোর ন্যাশনাল অ্যাকুরিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যতম এক জনপ্রিয় দর্শনীয় স্থান। এটি প্রায় পাঁচতলা বাড়ির সমান। ছয় একর জায়গা জুড়ে বিস্তৃত অ্যাকুরিয়ামটির প্রতিটি তলায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের শুধু জলচর ও উভচর প্রাণীই নয়, পৃথিবীর দুষ্প্রাপ্য সব প্রবাল, রেইন ফরেস্টের বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মিলবে।  এছাড়াও ৭৫০ প্রজাতির জলজ প্রাণীর জীবন্ত প্রায় সতের হাজারেরও বেশি নমুনা দিয়ে অ্যাকুরিয়ামটি গড়ে উঠেছে।

article

নিয়ান্ডারথাল: হারিয়ে যাওয়া মানুষদের আদ্যোপান্ত

নিয়ান্ডারথালরা মানুষের বর্তমান প্রজাতি হোমো স্যাপিয়েন্সদের সমসাময়িক ও প্রায় একই বৈশিষ্ট্যপূর্ণ। তবে আজ থেকে প্রায় ৩০ বা ৪০ হাজার বছর আগে এ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তারা। তাদের পরাজিত করে সগর্বে টিকে আছে আধুনিক মানুষেরা।

article

পিকক স্পাইডার: দেহত্বকে আলোক বিভ্রম সৃষ্টি করে যে মাকড়সা

দেহের পেছন দিকটা কালো, কুচকুচে কালো। না, কুচকুচে কালোর চেয়েও বেশি কালো, কৃষ্ণগহ্বরের কালোর কথা ভাবতে পারেন!

article

আমাজনে আগুন: মানুষের বর্বরতার ফল ভোগ করছে প্রকৃতি

ব্রাজিল সরকারের ভাষ্যমতে, শুষ্ক আবহাওয়ার কারণে প্রাকৃতিক ভাবেই এমন দাবানলের উৎপত্তি ঘটেছে। তবে পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা। তারা দাবি করছেন, মানব সৃষ্ট কারণেই এমন বিস্তীর্ণ বনাঞ্চলে জ্বলে-পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

article

ফ্লাইটল্যাস বার্ড: উড়তে না পারা পাখিদের গল্প

আকাশের দোয়েল, শালিক, কাক দেখে যেমন আমরা পাখির উড্ডয়ন ক্ষমতায় বিস্মিত হয়েছি, তেমনি হাঁস, মুরগির মতো না উড়া পাখিও আমাদের অবাক করেছে। তবে জেনে রাখা ভালো, মুরগি এবং হাঁস সামান্য দূরত্ব পর্যন্ত উড়তে পারে। কিন্তু এমন কিছু পাখির অস্তিত্ব পাওয়া গেছে, যারা একদমই উড়তে পারে না। উড়তে না পারার অভাবটুকু পূরণ করতে তারা বেছে নিয়েছে অভিনব সব অভিযোজন। 

article

ক্যানিবাল ডায়েরি: বেঁচে থাকার তাগিদে যখন প্রাণীরা একে অপরকে ভক্ষণ করে

নরখাদক সম্প্রদায়ের এই বৈশিষ্ট্য বেশ প্রাচীনকাল থেকে মানব ইতিহাসের অংশ হয়ে আছে। ক্ষুধা নিবারণের মাধ্যম, যুদ্ধ জয়ের উৎসব বা পূজা-অর্চনার অংশ হিসেবে এরা মানুষ ভক্ষণ করে থাকে। নরখাদকদের এই অসভ্যতার তথ্য জেনে অনেকের ঘৃণায় গা গুলিয়ে উঠবে। মনে মনে অনেকে প্রশ্ন করবেন, “মানুষের মতো এরকম বর্বর আর কোনো প্রাণী আছে কি না?” তিক্ত হলেও সত্য, মানুষের মতো এরূপ বহু প্রাণীই স্বজাতিভক্ষণ করে থাকে।

article

ক্যানিবালিজম: নিজ প্রজাতির মাংসখেকো প্রাণীদের কথা

কোনো প্রাণী যখন তারই প্রজাতির অন্য প্রাণীর মাংস বা শরীরের কোনো অংশ খায় সেটিকে ক্যানিবালিজম বলে। প্রাণীজগতে ক্যানিবালিজম একটি সাধারণ পরিবেশগত বিষয়। এ পর্যন্ত ১৫’শ এরও অধিক প্রজাতির মধ্যে ক্যানিবালিজমের প্রমাণ মিলেছে। মানুষের মধ্যেও বিভিন্ন সময়ে ক্যানিবালিজমের চর্চা ছিলো তারও প্রমাণ পেয়েছে গবেষকরা।

article

পৃথিবী জুড়ে মজার যত বিচিত্র প্রাণী

এই পৃথিবীর প্রাণীজগত কতোই না বৈচিত্র্যময়। নানারকম বিচিত্র স্বভাবের অনেক প্রাণী ছড়িয়ে রয়েছে এই পৃথিবী জুড়ে। অনেক প্রাণীর প্রজাতির  প্রকৃতির খেয়ালেই তার নিকট আত্মীয়দের চেয়ে আলাদা হয়ে গিয়েছে। আর এই অদ্ভুত প্রজাতির প্রাণী মানুষকে অবাক করেছে সবচেয়ে বেশি।

article

End of Articles

No More Articles to Load