না-মানুষদের মাতৃত্বের গল্প
শুধু কি আমাদের মনুষ্য-মায়েরাই সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করেন? না। প্রাণিজগতের সকল মায়েরাই তার সন্তানের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করে। বন্যতা কেন যেন এদের মাতৃত্বের কোমলতাকে আড়াল করতে পারেনি। নিজে তিলে তিলে নিঃশেষ হয়েও এসব না-মানুষ মায়েরা সন্তানকে বড় করে তোলে পরম যত্নে। এমনকি প্রাণিকুলের মধ্যে সবচেয়ে হিংস্রও যাদের মানা হয়, দেখা যায় সেসব প্রাণীর মায়েরাও মা হিসেবে সর্বংসহা, মমতাময়ী ‘আদর্শ মা’-ই!