Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

স্মক ওয়াওয়েলস্কি: নিজের দাঁতও খেয়ে ফেলতো বিলুপ্ত যে প্রাণী!

২০০৮ সালে একদল জীবাশ্মবিদ পোল্যান্ডের লিসোবিৎসাতে খুঁজে পায় প্রায় ২০০ মিলিয়ন বছরের পূর্বের ডাইনোসরের মতো দেখতে একটি প্রাণীর জীবাশ্ম। তখন তারা এটির নাম দিয়েছিল ‘ড্রাগন অব লিসোভিৎসা’।

article

মানুষের কারণে বিলুপ্তির পথে পৃথিবীর অতিকায় প্রাণীরা

ডানার জন্য হাঙর শিকার, দাঁতের জন্য আফ্রিকান হাতি বা শিঙের জন্য গণ্ডার শিকার; মানুষের আগ্রাসন এত মারাত্মক আকার ধারণ করেছে যে, ‘মেগাফনা (Megafauna)’ বা বিশাল-দেহী প্রাণী হওয়া স্বত্বেও এদের অস্তিত্ব হুমকির মুখে।

article

প্রার্থনারত ম্যান্টিসের অবাক করা ভূবন

সামনের লম্বা পা দুইটি এমন ভাবে বাঁকানো এবং এক সাথে বিশেষ কোণে জুড়ে রাখা, যেন দেখলে মনে হবে পতঙ্গটি নিশ্চয়ই প্রার্থনারত! বিশেষ এই ভঙ্গির কারনেই এই ম্যান্টিসদের নাম, প্রেয়িং বা প্রার্থনারত ম্যান্টিস।

article

প্রজাপতির অজানা কিছু কথা

ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ি নেই। মাত্র অল্প কিছুদিনের জীবন চক্রের প্রজাপতি সম্বন্ধে মজার ও আকর্ষণীয় অনেক তথ্য রয়েছে, না জানা থাকলে যেগুলো আপনাকে সম্ভবত মুগ্ধ করবে পতঙ্গটির রূপের মতোই।

article

ফড়িঙ: প্রাগৈতিহাসিক পতঙ্গের বিস্ময়কর কিছু তথ্য

অতীতে ফড়িঙকে একসময় শয়তানের সুঁই হিসেবে ডাকা হত এবং ফড়িঙ দুষ্ট অবাধ্য শিশুদের মুখ সেলাই করে দিবে, এই ভয় দেখানো হত। তবুও, গ্রামের অনেকের শৈশবের একটা উল্লেখযোগ্য সময় কাটে ছোট ফড়িঙের পিছনে ছুটে।

article

পৃথিবীর ক্ষুদ্রতম নানা পতঙ্গ

কিছু পোকা বা পতঙ্গ রয়েছে যেগুলো দেখলে মানুষ আতঙ্কিত হয়, আবার অনেক পতঙ্গের সৌন্দর্যে বিমোহিত হওয়ার সংখ্যাও নেহায়েত কম নয়। অন্যদিকে, পতঙ্গের বেশ কিছু প্রজাতি রয়েছে, যাদের মানুষ খালি চোখে দেখতেই পায় না।

article

পিঁপড়াদের রোমাঞ্চকর সামাজিক জীবনের আদ্যোপান্ত

আকারে ক্ষুদ্র হলেও পিঁপড়াদের মাঝে বন্ধুত্ব, শ্রমের বণ্টন, স্বজাতিপ্রেম এমনকি ক্ষমতার লোভ- এরকম নানা বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, জীবজগত কতটা রোমাঞ্চকর হতে পারে।

article

অমর জেলিফিশ: প্রকৃতিতে অমরত্বের অনন্য নিদর্শন

এ পর্যায়ে আপনার জন্য সুখবর হচ্ছে, আপনি, এই মাটির পৃথিবীতেই মধ্যবয়স্ক অবস্থা থেকে যুবক বা কিশোর হতে পারবেন। কিন্তু খারাপ খবর হচ্ছে সেজন্য আপনাকে জেলিফিশ হতে হবে!

article

পশুপাখির সংখ্যায় পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানাগুলো

পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানাগুলো নানা রঙের, আকারের, বৈশিষ্ট্যের প্রাণীদের এমন বৈচিত্র্যময় পসরা সাজিয়ে রেখেছে যে একটি চিড়িয়াখানা ঘুরে আসলে পৃথিবীর তাবৎ জীববৈচিত্র্য সম্পর্কে মোটামুটি জ্ঞান নিয়ে ফেরা সম্ভব।

article

দ্য কিউরিয়াস কেস অফ ন্যাকেড মোল র‍্যাট: প্রতিকূলতায় অপ্রতিরোধ্য এক অদ্ভুত ইঁদুর

ইংরেজিতে একটি প্রবাদ আছে- ‘সব সুপারহিরো মুখোশ পরে না’। আমাদের নেংটি ইঁদুরেরও কোনো মুখোশ বা পোশাক নেই। এদের আছে দু’জোড়া ধারালো দাঁত আর বুড়োদের মতো শীর্ণ চামড়া।

article

End of Articles

No More Articles to Load