Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

গাছের নেটওয়ার্কিং সিস্টেম

গাছকে মনে হতে পারে নিঃসঙ্গ। কিন্তু গাছ আসলে একা নয়। মাটির নিচে একধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে তারা। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন উড ওয়াইড ওয়েব।

video

বন্য প্রাণীরা কি আসলেই পোষ মানে?

কোনো প্রাণীকে গৃহপালিত বা পোষ্য করার প্রক্রিয়াটি হাজার বছর পুরনো। আর আমরা যতই ভাবি যে কোনো প্রাণীকে ‘আমরা’ নিজেরা পোষ মানিয়েছি, আসলে সেটি সেই প্রাণীর পারিপার্শ্বিক অবস্থা ও তাদের জেনেটিক গঠনের উপরও অনেকটা নির্ভর করে। বিড়াল বা কুকুর এতো হাজার বছরের গৃহপালিত জীবন পার করার পরও তাদের শিকারি মনোভাব ও পশুত্ব পুরোপুরি ছেড়ে দিতে পারে না। তাই গৃহপালিত কুকুর-বিড়ালরাও মানুষকে জখম করে। সেখানে বাঘ, সিংহ বা সাপের মতো প্রাণীদের কাছ থেকে আমরা কিভাবে গৃহপালিত পশুর আচরণ আশা করতে পারি?

article

বানরের কথ্য ভাষা

ঝাঁক বেধে ছুটে চলে দুরন্ত প্রাণীগুলো বোঝাই যায়, তাদেরও আছে নির্দিষ্ট সামাজিক ব্যবস্থা। নতুবা কীভাবে বন্ধুর বিপদে ছুটে আসে তারা সঙ্গীকে নিয়ে পরস্পর খুঁজে নেয় আশ্রয়?

video

পিচার প্লান্ট: কলসরূপী এক মাংসখেকো গাছের গল্প

কলসির ন্যায় দেখতে বিশেষ পাতার মতো অঙ্গ আছে বলে এদেরকে পিচার প্লান্ট নাম দেয়া হয়। পিচার প্লান্ট এমন একটি শিকারি গাছ যা মাটি থেকে পুষ্টি গ্রহণ করে, আবার পোকামাকড় পেলে তাদেরও সাবাড় করে ফেলে।

article

চোরাশিকার, হাতুড়ে ঔষধ এবং অলংকার: পশুরাজ আজ বিলুপ্তির মুখে

আফ্রিকার সিংহ দের সামনে এখন নানা বিপদ। যুদ্ধ আর দুর্ভিক্ষের কবলে পড়ে উত্তর আর পশ্চিম আফ্রিকার সিং হরা একরকম লোপাট হয়ে গিয়েছে। পূর্ব আর দক্ষিণ আফ্রিকায় তাদের ঘাটিগুলিতে চোরাশিকারীদের উপদ্রব দ্রুত বাড়ছে। এদিকে এর সাথে সাথে সরকার থেকে প্রদত্ত লাইসেন্স কিনে পশ্চিমা ধনকুবেরদের শখের সিংহ শিকার তো চলছেই। এভাবে চললে পশুরাজকে তারনিরাপত্তার জন্যেই খাচাঁয় আটকে রাখতে হবে যেটা কিনা কারো কাম্য নয়। মানুষের ট্যাঁক আর প্রকৃতিতে টিকে থাকবার এই সংগ্রাম কতদিন চলবে তা নিয়ে কোন আশাপ্রদ সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

article

আরুম টাইটান: বিশ্বের প্রাচীনতম ফুল

সৌন্দর্যের প্রতীক, ভালবাসার প্রতীক ফুল। বিশ্বে কত ধরনের কত বৈচিত্র্য বর্ণের ফুল ফোটে  তার কোন ইয়েত্তা নেই। সারা বছর জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা প্রজাতির ফুল ফুটে থাকে।  প্রতিটি ফুলেরই নিজস্ব আকার, রঙ এবং গন্ধ থাকে।

article

দেশ-বিদেশের জনপ্রিয় কয়েকটি বাগান

বাগানের সৌন্দর্য যে কোনও মানুষকেই মোহিত করে। কোন সুন্দর বাগানে ঘুরতে গিয়ে তার নান্দনিক সৌন্দর্য দেখে অনেক সময়ই মনে হতেই পারে যেন কোনও শিল্পী তার ক্যানভাসে একের পর এক ছবি এঁকে চলেছেন। বাগানে ফুটে থাকা বিচিত্র রঙের ফুল-পাতার সমারোহ আর তার সাথে বাগান তৈরির শৈল্পিক ভাবনায় মুগ্ধ হননি এমন প্রকৃতি প্রেমিক মানুষ পাওয়া সত্যিই দুর্লভ।

article

মরুভূমির বৈচিত্র্যময় প্রাণীদের সন্ধানে

মরুভূমির প্রাণীদের কথা বলতে গেলে যে প্রাণীটির কথা প্রথম বলতে হয় সেটি হচ্ছে উট। গরম কাপড় তৈরিতে উটের পশম, জীবনধারণের জন্য উটের দুধ, মাংস এবং পরিবহনের কাজে মরুভূমির বাসিন্দাদের কাছে উট এক অতি গুরুত্বপূর্ণ প্রাণী।

article

End of Articles

No More Articles to Load