কূটনীতির দুনিয়ায় কত কিছুই না ঘটে! গত ১৯ সেপ্টেম্বর আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি যখন ভারত সফরে ব্যস্ত, তখনই আচমকা নিজের পদে ইস্তফা দিয়ে বসলেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ডক্টর সাইদা আবদালি। শুধু ইস্তফা দেওয়াই নয়, আবদালি তা ঘোষণা করলেন টুইটারে, বেশ ঘটা করেই। যেখানে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ঠ ভালো, এমনকি অভ্যন্তরীণ বিবাদে এবং বিদেশী হানায় ক্ষত-বিক্ষত দেশটির পুনরুত্থানের জন্যে যেখানে ভারতের ভূমিকাকে বিশেষভাবে দেখে আন্তর্জাতিক মহল, সেখানে এমন একটি ঘটনা সবাইকে অবাক করে দেয় অবশ্যই। গত ছয় বছর যাবৎ আবদালি বেশ জনপ্রিয়তার সঙ্গে কাজ করছিলেন এবং কিছুদিন আগে পর্যন্তও তাকে দেখা গিয়েছে একজন কূটনীতিক হিসেবে নানা জনসংযোগের কাজে ব্যস্ত। তিনি কি সত্যিই ইস্তফার কথা ভাবছিলেন অনেকদিন ধরে, যেমনটি তিনি বলেছেন?