আমরা ভয় পেতে ভালোবাসি কেন?
মানুষের মত উন্নত মস্তিষ্কের প্রাণীর জন্য ভয় পাওয়াটা শুধু একটা সার্ভাইভাল ইন্সটিঙ্কটই নয়, আমরা ভয় পেতে পারি অনেক প্রকারে। এবং অনেক ধরনের ভয়ের অনুভূতি আমরা নেশার মত বার বার নিজে থেকে পেতেও চাই। এর পিছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে।