চিরচারিত প্রথা ভেঙে কিছু সংখ্যক নারী সফলতার সাথে কাজ করে যাচ্ছে। নারীদের বিজ্ঞানের জগতে যেকোনো বিষয়ে কাজের পূর্ণ স্বাধীনতা আছে। শুধুমাত্র প্রয়োজন তাদেরকে বিজ্ঞানের দিকে প্রণোদিত করা। Request a Woman Scientist – নামক যে উদ্যোগ নেয়া হয় সেখানে কিন্তু ভারত ছাড়া কোন উন্নয়নশীল দেশ যোগ দেয়নি। তাই উন্নয়নশীল এবং অনুন্নত দেশে নারীদের বিজ্ঞানী হওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে আরও কিছু কাজ করার প্রয়োজন হবে – যেমনঃ সামাজিক পরিবর্তন আনা, পরিবারের মানুষের মানসিকতার মধ্যে পরিবর্তন আনা, শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের অবস্থানে পরিবর্তন আনা ইত্যাদি। এরপর তাদেরকে বিজ্ঞানের দিকে নিয়ে আসার চেষ্টা করা হয়তো সম্ভবপর হবে। এখানে উন্নত দেশের সাথে আমাদের দেশ তথা উন্নয়নশীল দেশগুলোর চিন্তা ধারার পার্থক্য ধরা পড়ে।