সাইকোপ্যাথরা কি অন্যের কষ্ট অনুভব করে?
যেহেতু সাইকোপ্যাথরা নিজেদের ইচ্ছায় কারো জন্য দুঃখ অনুভব করে না, তাই প্রচলিত নিয়মে তাদের শাস্তি দেয়াটা যৌক্তিক নয়। কেননা এই শাস্তির কোনো অর্থ নেই তাদের কাছে। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক ম্যাল স্লেটার ও ম্যাভি সানেজ সাইকোপ্যাথদের মধ্যে সহানুভূতি তৈরি চেষ্টা করছেন। তাদের মতে, “যদি ব্রেনের ঐসব অংশ সচল করা যায় যেগুলো আমাদের আবেগের সাথে জড়িত, তাহলে সাইকোপ্যাথদের মানসিকতাও বদলানো যাবে”।