দেশে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ সীমিত থাকার কারণেই হোক, কিংবা বিদেশের পড়ালেখার ইচ্ছা আগে থেকেই থাকার কারণে হোক; যারা দেশের বাইরে যেতে চান উচ্চশিক্ষার জন্য, তাদেরকেও পেরুতে হয় অনেক দীর্ঘ প্রক্রিয়া। নিজেদের প্রস্তুত করে নেওয়া তো থাকেই, সাথে মেটাতে হয় নানারকম দাপ্তরিক জটিলতা। আনন্দের বিষয় হলো, ক্যামব্রিয়ান কলেজ তার শিক্ষার্থীদেরকে বিদেশে পড়াশোনা করার জন্য ‘এ টু জেড’ পরিকল্পনার অধীনে এনে কাজ করে চলেছে নিরলসভাবে! ক্যামব্রিয়ান কলেজ তাদের পরিকল্পনার সূচনাটা কিন্তু করে একদম প্রথম থেকে। এখানকার প্লে গ্রুপের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে একদম উচ্চমাধ্যমিক পর্যন্ত- পুরো সময়ের সিলেবাস সাজানো হয় আধুনিক পৃথিবীর আধুনিকতম পড়াশোনার ধরনের কথা মাথায় রেখেই। ক্যামব্রিয়ানের এই পাঠ পরিকল্পনা সাজানোর দায়িত্বটা নেন বিশ্বের বিখ্যাত সব প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকেরাই। তাদের সুচারু পরিকল্পনার কারণে এখানকার একজন শিক্ষার্থী দেশের মাটিতে পড়াশোনা করতে করতেই যেন পরিচিত হয়ে যায় উন্নত বিশ্বের পড়ার ধরনের সাথে। ভাষা শিক্ষা হোক কিংবা বিজ্ঞান চর্চা হোক, সকল বিষয়েই যাতে একজন শিক্ষার্থী পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারে, সেটা মাথায় রেখেই তাদের পাঠ্যসূচি নির্ধারণ করা হয়। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এখানে তারা গড়ে উঠে বিশ্ব প্রতিযোগিতায় লড়বার মতো যোগ্য হয়ে।