ম্যাচের দৈর্ঘ্য যত কমে, ছোট দল-বড় দলের ব্যবধান নাকি সমানুপাতিক হারেই কমে। আর ব্যবধান কমা মানেই তো ম্যাচের ফল নিয়ে রোমাঞ্চ বাড়া। টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাব মুখ্য কারণ যেটা। ধারা মেনে তেমন কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নামে-ভারে বড় দলগুলো হেরে গিয়েছে কাগজে-কলমে আন্ডারডগের কাছে। রোর বাংলা ইনসাইটসে আজ খোঁজা হয়েছে তেমনই পাঁচটা ম্যাচ।