Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ইতিহাসের এই দিনে: অস্ট্রেলিয়ার মাটিতে ব্রাডম্যানের শেষ ইনিংস, ব্রেন্ডন টেইলরের জন্মদিন

চলুন ঘুরে আসি ৬ই ফেব্রুয়ারিতে ক্রিকেট দুনিয়ায় ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে।

১৯৪৮ সাল

অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যান ১৯৪৮ সালের ৬ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলেন। ভারতের বিপক্ষে মেলবোর্নে নিজের শেষ ইনিংসটি সুখকর ছিল না তার জন্য।

ডন ব্রাডম্যান; Image Source: Wikimedia Commons

৫৭* রানে ব্যাট করার সময় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সিরিজের প্রথম পাঁচ ইনিংসে ১৮৫, ১৩, ১৩২, ১২৭* ও ২০১ রান করার পর মেলবোর্নেও শতকের দিকে এগোচ্ছিলেন ব্রাডম্যান।

১৯৯৫ সাল

ইংল্যান্ডের কিংবদন্তী ব্যাটসম্যান গ্রাহাম গুচ এবং মাইক গ্যাটিং ১৯৯৫ সালের ৬ই ফেব্রুয়ারি টেস্ট ক্রিকেটে নিজেদের শেষ ইনিংস খেলেন। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুজনেই বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। গ্রাহাম গুচ চার এবং মাইক গ্যাটিং আট রান করে সাজঘরে ফিরেছিলেন। প্রথম ইনিংসে গুচ ৩৭ রান করলেও গ্যাটিং রানের খাতা খোলার আগেই ম্যাকগ্রার বলে বোল্ড হয়ে তার শিকারে পরিণত হয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে গ্রাহাম গুচ ১১৮ টেস্টে ৪২.৫৮ ব্যাটিং গড়ে ৮,৯০০ রান করেছিলেন এবং মাইক গ্যাটিং ৭৯ টেস্টে ৩৫.৫৫ ব্যাটিং গড়ে ৪,৪০৯ রান করেছিলেন।

জন্মদিন

১৯৮৬ সালের ৬ই ফেব্রুয়ারি হারারেতে জন্মগ্রহণ করেন ব্রেন্ডন টেইলর। ফ্লাওয়ার ভাইদের পর জিম্বাবুয়ের সেরা এই ব্যাটসম্যান ২০০৪ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক আঙ্গিনায় পা রাখেন। ২০০৭ সালের প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য জয় পাওয়া ম্যাচে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। তাতেন্দা তাইবু দল থেকে বাদ পড়ার পর উইকেট রক্ষণের দায়িত্বও পালন করেন তিনি। ব্রেন্ডন টেইলর ২০০৯ বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওডিআই শতক হাঁকান। একই বছরে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষেও শতক হাঁকান তিনি।

ব্রেন্ডন টেইলর; Source: NDTV Sports

২০১১ সালে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর প্রথম সাত টেস্টে চারটি শতক হাঁকান তিনি। ২০১১ সালের বিশ্বকাপেও জিম্বাবুয়ের সেরা পারফর্মার ছিলেন টেইলর। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পর ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারে তিন বছরের জন্য কোলপাক চুক্তিতে খেলতে যান তিনি। গত বছর আবারও জিম্বাবুয়ের জার্সি গায়ে মাঠে নামেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্রেন্ডন টেইলর জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ১৭১টি ওডিআইতে আটটি শতক এবং ৩৩টি অর্ধশতকের সাহায্যে ৩৪.৬৯ ব্যাটিং গড়ে ৫,৩৭৮ রান করেছেন। ২৬ টেস্টে চারটি শতক এবং আটটি অর্ধশতকের সাহায্যে ৩২.৫৩ ব্যাটিং গড়ে ১,৫৯৪ রান করেছেন তিনি। এছাড়া ২৭টি টি-টুয়েন্টিতে পাঁচটি অর্ধশতকের সাহায্যে ২৭.১৩ ব্যাটিং গড়ে ৫৯৭ রান করেছেন জিম্বাবুয়ের এই তারকা ব্যাটসম্যান। ১৯৮৯ সালের ৬ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও ১৯৮২ সালের ৬ই ফেব্রুয়ারি পেসার ফিডেল এডওয়ার্ডস জন্মগ্রহণ করেন। অস্ট্রেলিয়ার ব্রাড হগ, ভারতের শ্রীশান্ত, ইংল্যান্ডের উইকেটরক্ষক টাইগার স্মিথ এবং ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার ফ্রেড ট্রুম্যানও ৬ই ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন।

ফিচার ইমেজ- Edited by writer

Related Articles