সুযোগের শেষ কিনারে দাঁঁড়িয়ে বাংলাদেশ
বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পাশে ছোট একটা ফাঁকা গ্যালারি। সেখানে মুখে হাত দিয়ে ভার হয়ে বসে আছেন দলের প্রধান কোচ স্টিভ রোডস। তার পাশেই পাংশু মুখে দুপাশে হাত ছেড়ে দিয়ে মাঠের দিকে তাকিয়ে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তার পাশে বসে আছেন দলের ফিজিও।