ওদের জন্য ভালোবাসা
এত এত ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দলকে তারা তিল তিল করে গড়ে তুলেছেন, নিয়ে এসেছেন বিশেষ এক উচ্চতায়। প্রত্যেকটি অর্জনের পেছনে লুকিয়ে আছে তাদের ঘাম, রক্ত, অশ্রু। আর সেই তৈরি প্ল্যাটফর্মে গ্ল্যামারের গড্ডালিকা প্রবাহে গা ভাসান বর্তমান প্রজন্মের ‘হার্টথ্রব’ খেলোয়াড়েরা।