দ্য হান্ড্রেড: ক্রিকেটের এই নবতর সংস্করণ কি গ্রহণযোগ্য?
প্রত্যেকটি খেলার নির্দিষ্ট শ্রেণির দর্শক থাকে, সব খেলা সর্বসাধারণের হয় না। দাবা, টেনিস, গলফ… এক-একটি খেলার একেক রকম দর্শক, ভাব, আবহ। আপনি যদি চান যে, সকল মানুষের কাছে দাবা খেলা জনপ্রিয় করবেন তা তো হয় না। সম্ভব না। ক্রিকেটেরও নির্দিষ্ট ভাব-দাপট-মেজাজ আছে। সেই মেজাজের সঙ্গে সব মানুষ একাত্ম হবে না, সে আপনি ক্রিকেটের মেজাজ ‘ভারী’ থেকে ‘হালকা’ করুন বা না-করুন।
খেয়াল রাখা দরকার কিছুতেই যেন খেলাটার ‘বিশেষত্ব’ না হারায়। তাহলে যে খেলাটারই আর নিজস্বতা বলতে কিছু থাকবে না!