নিউ জিল্যান্ড নাকি ইংল্যান্ড: কারা হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন?
২৩ বছর… বেশ লম্বা একটা সময়। দীর্ঘ ২৩ বছর পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট পেতে যাচ্ছে নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন। ঐতিহাসিক লর্ডসে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। দুই দলই বিশ্বকাপজয়ের খুব কাছাকাছি এসেও প্রতিবারই ব্যর্থ হয়েছে। নিউজিল্যান্ড তো রেকর্ড ছয়বার সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে! গতবার ঘরের মাঠে নিজেদের সেমিফাইনাল গেঁরো কাটালেও মেলবোর্নের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আবারো খালি হাটে ফিরতে হয়েছে।