একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটিং দানবদের কথা বললেই প্রথমেই আসবে ‘ফ্যাবুলাস ফোর’ এর নাম। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জো রুট। কিন্তু হাশিম আমলা এদের কারো থেকেই কম নন। বরং কিছু কিছু ক্ষেত্রে এদেরকেও ছাড়িয়ে গিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই পাদপ্রদীপের আলো থেকে দূরে থাকা আমলা হয়তো নীরবে নিভৃতেই পারফর্ম করে যেতে পছন্দ করেন। এই প্রথম হয়তো সবার চোখের নজরে পড়লেন আমলা। দুর্ভাগ্যবশত তার রান খরার জন্যই এখন লাইমলাইটে হাশিম আমলা। দুই বছরের মতো সময় ধরে রানের জন্য লড়াই করে যাচ্ছেন আমলা। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে স্বস্তির এক সেঞ্চুরির আগে তার সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি ছিলো ২০১৭ সালের অক্টোবর মাসে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সেবার ৯ দিনের মাথায় দুই টেস্টে দুইটি শতক হাকিয়েছিলেন তিনি। তারপর থেকেই নিজেকে হারিয়ে খুজছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। দক্ষিন আফ্রিকার বিশ্বকাপ ভরাডুবির পেছনে সম্ভবত সবচেয়ে দায়ী তাদের সেরা ব্যাটসম্যানই। এবারের ইংল্যান্ড আসরে প্রায় প্রতিটি ম্যাচের শুরুতেই আমলার উইকেট হারিয়ে চাপে থাকা দক্ষিন আফ্রিকা পড়েছে আরো বড় ধরণের চাপে।