বাংলাদেশ ক্রিকেটের অনেক অনেক আনন্দ ও বেদনার দিন আছে। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে বেশি আনন্দের দিন কোনটি, আমি বলবো ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে যেদিন চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯ বিশ্বকাপ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো, সেদিনই মূলত আমাদের ক্রিকেটের সবচেয়ে আনন্দের দিন। মনে আছে সেদিন রেডিওতে কীভাবে পুরো জাতি একটি জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলো। কেনিয়াকে হারিয়ে সেই কাঙ্খিত জয়ের পরই মূলত বাংলাদেশ দলটি বদলে যায় আপাদমস্তক। বিশ্বকাপে খেলার কারণেই দ্রুত টেস্ট স্ট্যাটাস পায় টাইগাররা, সেই সাথে ক্রিকেটবিশ্বে বাংলাদেশ নামটি ছড়িয়ে পড়ে দ্রুতবেগে।