ক্রিকেটের মতো জীবন যুদ্ধেও জিতে যাক রুবেলের ভাগ্য
তীক্ষার প্রহর পেরিয়ে তিনি এলেন। সদা হাস্যজ্জ্বল মুখ, সপ্রভিত। অনুভূতিটা নিজেও ধরতে পারছেন না বোধ হয়। ধরতে পারার কথাও না। বাংলাদেশ জাতীয় দলে ফের ডাক পাওয়ার আশা যেখানে ছেড়ে দিয়েছিলেন, সেখানে ৮ বছর পর আবারও দেশের হয়ে মাঠে নামবেন, সেটাও বাংলাদেশ; ভাবতে পারাটাও যেন স্বপ্নাতীত।