নিউজিল্যান্ড সফর আপাতত শেষ বাংলাদেশ দলের। প্রথম দুই টেস্টেই স্বাগতিকদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে সাকিবহীন বাংলাদেশ। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিল ওয়াগনার, টিম সাউদিদের উপর্যুপরি বাউন্সার, শর্ট বলে নাকাল হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২২ গজে তামিম-মুমিনুলদের জীবন বিষিয়ে তুলেছিলেন কিউই পেসাররা। আবার একই উইকেটে নিষ্ক্রিয়, বিবর্ণ, অকার্যকর হিসেবে মূর্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের পেসাররা। সবুজ ঘাসের গালিচায় মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহীদের নির্বিষ বোলিং আলোচনার খোরাক হয়েছে সর্বত্র। হ্যামিল্টন, ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের একাদশে তিনজন করে পেসার ছিল। দুই ম্যাচে পেসারদের অবদান মাত্র পাঁচ উইকেট, যা সত্যিই দৃষ্টিকটু। দলের চাহিদা মেটাতে পারছেন না পেস বোলাররা। বল হাতে ভরসা হতে পারছেন না। পেস-বাউন্সি কন্ডিশনেও তাদের নখদন্তহীন বোলিং হতাশা বাড়াচ্ছে সবার মাঝে।