ফুটবলে আসছে নতুন চার নিয়ম
নিঃসন্দেহে ফুটবল এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি; অনেকের মতে তো সবচেয়ে জনপ্রিয় খেলাই! প্রতিটি খেলা যেমন পরিবর্তন-পরিবর্ধনের ভেতর দিয়ে যায়, ফুটবলও তেমন গিয়েছে। খেলার নিয়ম থেকে শুরু করে খেলার মাঠ, ট্যাকটিক্স, খেলোয়াড়দের রক্ষণাবেক্ষণ কিংবা খেলোয়াড়দের পেশাদারিত্ব, সব কিছুই সময়ের সাথে সাথে বদলেছে। খেলাটিকে আরও সুন্দর ও সাবলীল করে তোলার জন্য নতুন নিয়ম আরোপ করার চেষ্টা করে থাকে ফুটবলের আইন প্রণেতা সংগঠন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। আর এই প্রচেষ্টার অংশ হিসেবেই আগামী মৌসুম থেকে কার্যকরের জন্য নতুন চারটি নিয়ম আরোপ করেছে তারা। এই নিয়মগুলোর প্রচলনের ফলে খেলার মাঠে প্রতারণা এবং কালক্ষেপনের সমস্যাগুলো দূর করা সম্ভব হবে।