বর্ণবাদের অভিশাপ দক্ষিণ আফ্রিকায় গত শতাব্দীর চল্লিশের দশক থেকেই ছিলো। কালোদেরকে একঘরে করে রাখা, কালোদেরকে সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রাখার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছিলো অহরহ। তবে ষাটের দশকে যেন এই বর্ণবৈষম্য পেয়ে যায় অন্যমাত্রা। কৃষ্ণগাত্রের মানুষেরাও একটু সোচ্চার হয়ে উঠতে শুরু করে এ সময়টাতেই। তবে তাদের জেলে পাঠিয়ে, নির্বাসনে পাঠিয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার আরও নির্যাতন-নিপীড়নের পথ পরিষ্কার করে। বাদ যায়নি ক্রীড়াক্ষেত্রও, এমনকি ক্রিকেটও। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি চালু হয় দক্ষিণ আফ্রিকা কালোদের জাতীয় দল। সে দলের প্লেয়াররা কে কোথায় আছেন, আজ পাঁচ দশক পরে জানা ভীষণ মুশকিল।