নেইল ও’ব্রায়েন: আয়ারল্যান্ডের সোনালী প্রজন্মের প্রতিনিধি
ধারাভাষ্যকারের নতুন ভূমিকা উপভোগ করছেন নেইল ও’ব্রায়েন। গত চার-পাঁচ বছর ধরেই ধারাভাষ্যের সঙ্গে যুক্ত আছেন। বিপিএলে এসেছিলেন টুর্নামেন্টের মাঝপথে। এক যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা তাকে সাহায্য করছে ধারাভাষ্যকারের দায়িত্বে। ও’ব্রায়েন ব্রাদারস-জনসনরা জ্বালিয়ে গেছেন আয়ারল্যান্ডের ‘ক্রিকেট প্রদীপ’। যার শিখা বয়ে বেড়াচ্ছে নতুন প্রজন্ম। পর্যাপ্ত সুযোগ পেলে আয়ারল্যান্ড অচিরেই বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াবে বলেই বিশ্বাস নেইল ও’ব্রায়েনের।