ফুটবল পরবর্তী জীবনে ফুটবলারদের অদ্ভুত পেশা
৩০ বছরের পর থেকেই একজন ফুটবলারের ক্যারিয়ারে পড়ন্ত সময় চলে আসে। বেশিরভাগ ফুটবলারই ৩৩-৩৫ বছরের পরই বুটজোড়া তুলে রাখার ঘোষনা দিয়ে দেন। কিন্তু তারপরও কোনো না কোনো ভাবে সবাই খেলার সাথেই জড়িত থাকেন। কোচ, ধারাভাষ্য কিংবা ফুটবল ভিত্তিক টিভি শো গুলোতে নিজেদের জড়িয়ে ফেলেন। আর তা না হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বাকী জীবনটা পরিবার নিয়ে উপভোগ করেই কাটান। তবে কিছু কিছু ফুটবলার অবসর নেওয়ার পর বেছে নিয়েছেন কিছু অদ্ভুত পেশা কিংবা শখও বলতে পারেন। আজ আমরা দেখবো তেমনি কয়েকজন ফুটবলার।