ট্রাফিক ব্যবস্থাপনার ভবিষ্যত: যানজট থেকে মুক্তি দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা
যানজট আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এমনকি কর্মব্যস্ত কোনো শহরের বাইরের কোনো রাস্তাতেও হঠাৎ যানজটের দেখা মিলতে পারে। এ সমস্যাটি কোথায় এবং কখন দেখা দেবে, তা মানুষের পক্ষে অনুমান করাটা কঠিন। তবে গণনায় বিশেষ পারদর্শী হওয়ায় কম্পিউটার ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা এ ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে পারে।