দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউরোপের যুক্তরাজ্য আর জার্মানী যুদ্ধবিমান নির্মাণে বিশেষ সাফল্য দেখায়। এর পাশাপাশি ইতালী, ফ্রান্স এবং পরে শীতলযুদ্ধের সময় চেকোস্লোভাকিয়া, যুগোশ্লাভিয়া, রোমানিয়া, সুইডেন প্রভৃতি দেশ বিমান নির্মাণের ব্যাপারে অল্পবিস্তর সাফল্য লাভ করে। উল্লেখ্য, মহাযুদ্ধের পরে ইউরোপীয় দেশগুলি নিজেদের কলোনি হারিয়ে এবং যুদ্ধের প্রবল খরচের চাপে আগের শক্তি অনেকখানি হারিয়ে ফেলে। তবে তারপরেও যুদ্ধক্ষেত্রে ইউরোপীয় যুদ্ধবিমান বরাবরই প্রতিপক্ষকে শক্ত চাপে ফেলতে সক্ষম হয়েছে।