যেভাবে কাজ করে পি-টু-পি রাইড শেয়ারিং
শাব্দিক অর্থ যাই হোক, বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে, পছন্দের গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া পাওয়া বা ভাড়া দেওয়ার সেবাটিকেই মূলত রাইড শেয়ারিং বলে অভিহিত করা হয়। সেবা পৌঁছে দেওয়ার এ বিষয়টির আরো কিছু পরিভাষা হচ্ছে, পির টু পির (Peer to Peer) বা পিটুপি রাইড শেয়ারিং, রিয়েল টাইম (Real-time) রাইড শেয়ারিং, অন-ডিমান্ড (On-Demand) রাইড শেয়ারিং, কারপুলিং (Carpooling) ইত্যাদি। রাইড শেয়ারিংকে বলা যায়, পরিবহনের এমন পদ্ধতি যাতে একাধিক মানুষ, একই গন্তব্যে যেতে একটিগাড়ি মিলেমিশে ব্যবহার করতে পারে।