ভিডিও গেম মাধ্যমে যেভাবে গল্প বলা হয়
অন্যান্য মাধ্যমের তুলনায় ভিডিও গেমে মানুষের মধ্যে সবচেয়ে বেশি সহমর্মিতা তৈরি করা যায়। এই মাধ্যমটি একই কারণে সবচেয়ে প্রগতিশীল। ভবিষ্যতে হয়তো ভিডিও গেম গল্প বলার প্রধান মাধ্যম হয়ে উঠবে কারণ অডিয়েন্স একমাত্র এখানেই গল্পের সহরচয়িতা হয়ে উঠে, সম্পূর্ণভাবে একাত্ম হতে পারে কাল্পনিক দুনিয়াটিতে।