আধুনিক কম্পিউটারের প্রাক-ইতিহাস
তখনকার দিনে কম্পিউটার বলতে সেই ব্যক্তিকে বোঝাতো, যে কি না হিসাব-নিকাশের কাজ করতো; কখনো যন্ত্রের সাহায্যে, কখনো বা সাহায্য ছাড়াই! এই পদবি অষ্টাদশ শতাব্দীর শুরু পর্যন্ত চলতে থাকে, যার পর থেকে এর দ্বারা মানুষকে না বুঝিয়ে যন্ত্রকে বুঝানো শুরু হয়।