চাকাবিহীন চকচকে গাড়ি, মাটি স্পর্শ না করে হাওয়ায় ভেসে ছুটে চলেছে রাস্তা ধরে। প্রয়োজনে ডাঙ্গার রাস্তা ছেড়ে সে গাড়ি দিব্যি নেমে পড়ছে জলাশয়ে। সেখানেও সমান গতিতে ছুটে যাচ্ছে সে গাড়ি। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনীর অতি কাল্পনিক কোনো যন্ত্রের কথা মনে হলেও সত্যিই এমন গাড়ি তৈরি করা হয়েছিল এখন থেকে প্রায় ষাট বছর আগে।