সিলিকন লটারি: প্রযুক্তির জগতে এক নব্য বৈষম্য
ধরুন, আপনি ও আপনার বন্ধু বাজার থেকে একই মডেলের দুটি ফোন কিনলেন কিন্তু ব্যবহারে দেখা গেলো একই মডেল হওয়া সত্ত্বেও আপনার বন্ধুর ফোনটি আপনারটির থেকে ভালো কাজ করছে। সিলিকন লটারির ধারণা অনেকটা এমনই। তবে এই টার্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পিউটিং ডিভাইস, যেমন প্রসেসর কিংবা গ্রাফিক্স কার্ডসমূহে। আজকের লেখায় আলোচনা করা হবে, সিলিকন লটারি এবং প্রযুক্তিখাতে এর প্রভাব সম্পর্কে।